আজ বিখ্যাত গীতিকবি শ্রদ্ধেয় 'গাজী মাজহারুল আনোয়ার' এর শুভ জন্মদিন...


যার নামটির সাথে মিশে আছে বাংলাদেশ সঙ্গীতের সুরাঞ্জলী। যার গানের কথায় খোঁজে পাই সু’মধুর গানের বানী। যিনি কাল বহু কাল ধরে হৃদয় বিলীন করে আমাদের দিয়ে যাচ্ছেন অমর গানের কথা তিনি আর কেউ নয়, তিনি আমাদের সবার প্রিয় জীবন্ত কিংবদন্তী গীতিকবি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। পৃথিবীর সকল দেশেই তাদের নিজস্ব সঙ্গীত সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য একজন সাধক থাকে গাজী মাজহারুল আনোয়ার এমনই একজন গীতিকার যার অবদান আমাদের সঙ্গীতে অসীম অমূল্য। তিনি ১৯৬৪ সাল হতে সঙ্গীত রচনা শুরু করেন এবং এ পর্যন্ত বিশ হাজারেরও বেশী গান তিনি লিখেছেন যা বাংলা সঙ্গীতের ইতিহাসে বিরল। তিনি শুধু গীতিকারই নয়, বিশেষ অবদান রেখেছেন বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রে। তিনি রচনা করেছেন চিত্রনাট্য, কাহিনী, সংলাপ ও গান এবং একজন স্বনামধন্য পরিচালক হিসেবেও রেখেছেন অনেক স্মৃতি। তিনি এদেশের লক্ষ কোটি মানুষের ভালোবাসা সহ পেয়েছেন অসংখ্য সম্মানী পুরস্কার ও জাতীয় পুরস্কার। আজ এই খ্যাতিমান শিল্পীর শুভ জন্মদিন। গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি দাউদকান্দি থানায় জন্মগ্রহণ করেন। তিনি এদেশের গর্ব, দেশকে ভালবেসে লিখেছেন অমর দেশের গান, সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভাণ্ডার। অসংখ্য কালজয়ী গানের এই গীত স্রষ্টার প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা। আমরা ওনার দীর্ঘজীবন কামনা করি ।

0 comments:

Post a Comment

+